Interesting GK : গুগলের (GOOGLE) ফুল ফর্ম কী? উওর জানা নেই ৯৯% লোকের!

 

Interesting GK : গুগলের (GOOGLE) ফুল ফর্ম কী? উওর জানা নেই ৯৯% লোকের!


Interesting GK ; আজকে এমন কিছু অবাক করা অজানা তথ্য শেয়ার করবো, যা পড়ার পর আপনার  General Knowledge-এ জ্ঞানের পরিধি অনেকটাই প্রসারিত হবে। উদাহরণ হিসাবে-গুগলের (GOOGLE) এর ফুল ফর্ম কী? এই প্রশ্নের উওর জানা নেই ৯৯% লোকের। এমন আরও নানা প্রশ্ন রয়েছে যেগুলোর উওর জানলে আপনি অবাক হবেন। আশাকরবো আজকের এই Amazing GK গুলো আপনাদের কাজে আসবে।।


প্রশ্ন) কোন প্রাণী না খেয়েও জীবিত থাকতে পারে?

উওর ; জোনাকি।

প্রশ্ন) স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ নাম কী ছিল?

উওর ; নরেন্দ্রনাথ দত্ত।

প্রশ্ন) সাপের বিষ কত প্রকার? 

উওর ; দুই প্রকার। যথা Neurotoxic-যা ব্রেইন এবং নার্ভাস সিস্টেমের ক্ষতি করে এবং Hemotoxic যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।

প্রশ্ন) ভারতের দক্ষিনতম অংশ কোনটি?

উওর ; ইন্দিরা পয়েন্ট।

প্রশ্ন) কোন প্রাণীর হাড় সবচেয়ে মজবুত? 

উওর ; যেকোনো প্রজাতির বাঘ।

প্রশ্ন) কোন দেশে সর্বপ্রথম হিরের খনন শুরু হয়েছিল?

উওর ; ভারতে।

প্রশ্ন) কোথায় সর্বপ্রথম পাই (π) এর মান নির্নয় করা হয়েছিল?

উওর ; ভারতে।

প্রশ্ন) ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটি?

উওর ; দিল্লি।

বলুন তো, কোন উপগ্রহ রাতে আলো দেয়? উওর জানা আছে আপনার??

প্রশ্ন) কোন দেশে সবচেয়ে বেশি ফিল্ম বানানো হয়?

উওর ; ভারতে। ( ভারতে প্রতি বছর ২ হাজারেরও বেশি ফিল্ম বানানো হয়।)

প্রশ্ন; প‍ৃথিবীর প্রথম ও সবচেয়ে বড়ো বিশ্ববিদ্যালয় কোনটি?

উওর ; প্রাচীন ভারতের তক্ষশীলা বিশ্ববিদ্যালয়। 

প্রশ্ন) কোন প্রাণী কখনো লাফ দিতে পারবে না? 

উওর ; হাতি ( elephant )

প্রশ্ন) কোন দেশে সর্বপ্রথম GST চালু হয়েছিল?

উওর ; ফ্রান্সে।

প্রশ্ন) কোন রঙের কোনো ফল নেই? 

উওর ; নীল (Blue) রঙের কোনো ফল নেই। ব্লু বেরিও কিন্তু বেগুনি রঙের হয়। 

প্রশ্ন) কোন দেশে কোকা কোলা পাওয়া যায় না?

উওর ; উওর কোরিয়া। উওর কোরিয়ার কিউবা শহরে কোকা কোলা কেনাবেচার আইন নেই। 

প্রশ্ন) গুগলের (GOOGLE) এর ফুল ফর্ম কী?

উওর ; Global Organization of Oriented Group Language of Earth. এর অতি সহজ মানে হচ্ছে, পৃথিবীর গোষ্ঠীভিত্তিক ভাষার বিশ্বব্যাপী প্রতিষ্ঠান।

১৯৪৭ সালে নয়! ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল অন্য কোনো দিন! কিন্তু কোন দিন? জানেন আপনি?

কোন প্রাণী বাচ্চা দেয়, দুধ দেয় আবার আকাশেও উড়তে পারে?

বলুন তো, কত নাটার নোটে গান্ধীজির কোনো ছবি নেই!  উওর জানেন না ৯০% লোক