কনফেডারেশন অব দি রাইন বা রাইন কনফেডারেশন কী? || নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর

 

কনফেডারেশন অব দি রাইন বা রাইন কনফেডারেশন কী?

কনফেডারেশন অব দি রাইন বা রাইন কনফেডারেশন কী? || নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর

কনফেড়ারেশন অফ দি রাইন ছিল মূলত রাষ্ট্র সমবায় বা রাজনৈতিক সংঘ। নেপোলিয়ান বোনাপার্ট বাসেলের সন্ধি,কম্পফোর্মিওর সন্ধি এবং লুনভিলের সন্ধি দ্বারা যে সমস্ত অধিকার লাভ করেছিলেন,সেগুলো তিনি এই কনফেডারেশন অফ দি রাইন গঠনের ক্ষেত্রে কাজে লাগিয়েছিলেন। তিনি ইতালির মতো জার্মানিতেও রাজনৈতিক প্রবর্তন এনেছিলেন। নেপোলিয়ন বোনাপার্ট জার্মানির ৩০০টি রাজ্যকে ভেঙে ৩৯ টি রাজ্যে পরিণত করেছিলেন। এটা করার প্রধান কারণ ছিল ঐক্যবদ্ধ জার্মান রাষ্ট্র গঠন করা। জার্মানির সেই ৩৯ টি রাজ্যকে নিয়ে যে রাষ্ট্র সমবায় গঠিত হয় তাই কনফেডারেশন অব দি রাইন নামে পরিচিত। নেপোলিয়ান বোনাপার্ট ১৮০৬ খ্রিস্টাব্দে কনফেডারেশন অফ দি রাইন গঠন করেন। কনফেডারেশন অফ দি রাইন গঠন করার ফলে একদিকে যেমন জার্মানির ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলির স্বাধীন সত্তা বা অস্তিত্ব নষ্ট হয়েছিল,ঠিক তেমনি রাইন নদীর সঙ্গে অস্ট্রিয়ার যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছিল।।

আরও অনেক নোট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো👉 : এখানে ক্লিক করো

আরও পড়ো👉 ; বিসমার্কের রক্ত ও লৌহনীতি বলতে কী বোঝায়