PDF সহ-2024 মাধ্যমিক ভূগোলের অধ্যায় ভিত্তিক 5 মার্কের সাজেশন


2024-madhyamik-bhugol-5-marks-question-suggestion-with-pdf


আজকের এই ব্লগ পোস্টে আমরা 2024 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য WBBSE Class 10 Geography Syllabus- অনুযায়ী দশম শ্রেণির ভূগোল থেকে 2024 Madhyamik Geography Exam Last Minute Suggestion হিসাবে মাধ্যমিক 2024 ভূগোল লাস্ট মিনিট 5 মার্কের প্রশ্নের সাজেশন শেয়ার করবো। আজকের এই 2024 Madhyamik Geography Suggestion-PDF টি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে।


টেলিগ্রাম চ্যানেল জয়েন করে সেখান থেকে ডাউনলোড করে নাও। 

  টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক👉 : এখানে ক্লিক করো

2024 মাধ্যমিক ভূগোল 5 মার্কের সাজেশন-PDF || Madhyamik 2024 Geography 5 Marks Question Suggestion-PDF

{ এখানে সাজেশন হিসেবে শেয়ার করা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিগত কয়েক বছরের মাধ্যমিক পরীক্ষার আসা প্রশ্ন। তাই গুরুত্বপূর্ণ নয়! এমন একটা প্রশ্নও এখানে রাখা হয়নি। }


▪ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের 5 মার্কের প্রশ্ন সাজেশন 2024 ▪

1. হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও।

2. শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমির গুলির চিত্রসহ বর্ণনা দাও।

3. নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপ গুলির সচিত্র বর্ণনা দাও


▪ বায়ুমণ্ডল অধ্যায়ের 5 মার্কের প্রশ্ন সাজেশন 2024  ▪ 

1. পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহ গুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা কর।

2. বৃষ্টিপাত কত প্রকার ও কী কী?শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত চিত্রসহকারে লেখ।

3. পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্রসহ বর্ণনা দাও.


মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের টাইপ করা ডিজিটাল পিডিএফ নোট খুবই কম দামে নিতে চাইলে যোগাযোগ করো👉 : 8388986727 নম্বরে


▪ বারিমন্ডল অধ্যায়ের অধ্যায়ের 5 মার্কের প্রশ্ন সাজেশন 2024  ▪

1. চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টি বর্ণনা করো।

2. পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো।

▪ মাধ্যমিক ভূগোল ভারত অধ্যায়ের 5 মার্কের প্রশ্ন সাজেশন 2024 ▪

1. পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। 

2. ভারতের চা চাষের / ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো।

3. পূর্ব ও মধ্য ভারতে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো।

4. ভারতে নগরায়নের কারণ ও সমস্যা গুলি আলোচনা করো।



Tags : PDF সহ-2024 মাধ্যমিক ভূগোলের অধ্যায় ভিত্তিক 5 মার্কের সাজেশন | 2024 মাধ্যমিক ভূগোল 5 মার্কের সাজেশন pdf | Madhyamik 2024 Geography 5 Marks Question Suggestion pdf | Madhyamik 2024 Bhugol Suggestion PDF Sownload | WBBSE Class 10 Geography Last Minute Suggestion 2024 | দশম শ্রেণির ভূগোল 5 মার্কের প্রশ্নের সাজেশন