PDF সহ 2024 সালের উচ্চমাধ্যমিক দর্শন পরীক্ষার সাজেশন

 

2024-hs-philosophy-8-marks-question-suggestion-with-pdf


আজকের এই ব্লগ পোস্টে 2024 সালের উচ্চমাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য- HS 2024 Philosophy Suggestion হিসাবে প্রতিটা অধ্যায় থেকে অধ্যায় ভিত্তিক ভাবে উচ্চমাধ্যমিক দর্শন 8 মার্কের প্রশ্নের সাজেশন 2024 শেয়ার করবো। এবছরের 2024 HS Philosophy Final Exam-এ কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন আসতে চলেছে, সেটা তোমরা নিচে থেকে দেখে নিতে পারো।।

Suggestion-PDF ফাইল টা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করে সেখান থেকে ডাউনলোড করে নাও। 

  টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক👉 : এখানে ক্লিক করো

2024 HS Philosophy 8 Marks Question Suggestion With PDF|| উচ্চমাধ্যমিক দর্শন 8 মার্কের প্রশ্নের সাজেশন 2024 PDF

▪ উচ্চমাধ্যমিক দর্শন বচন অধ্যায়ের সাজেশন ▪

1. বচন বলতে কী বোঝো? বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য করো?

2. গুণ,পরিমাণ ও সমন্ধ অনুসারে বচনের শ্রেণিবিভাগ করো। 

3. বাক্য থেকে বচনে পরিণত করার যেকোনো 

৫টি নিয়ম লেখো

▪ উচ্চমাধ্যমিক দর্শন অমাধ্যম অনুমান অধ্যায়ের সাজেশন ▪

1) বিবর্তন কাকে বলে? বিবর্তন কে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা কর? / বিবর্তন কাকে বলে? বস্তুগত বিবর্তন ও সমবিবর্তন কাকে বলে? উদাহরণ সহ আলোচনা করো।

2) আবর্তন এবং বিবর্তনের যুগ সম্ভব? আলোচনা করো।

 উচ্চমাধ্যমিক দর্শন নিরপেক্ষ ন্যায় অধ্যায়ের সাজেশন ▪

1) নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কী বোঝায়? সংস্থান কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো। 

2) টীকা লেখো : অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, চতুষ্পদ ঘটিত, নঞর্থক আশ্রয় বাক্য জনিত দোষ দোষ।

3) নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ, পক্ষপদ ও হেতুপদের কাজ লেখো।

4) নিরপেক্ষ ন্যায়ের বৈধতার বিভিন্ন নিয়মগুলি লেখো।

▪ উচ্চমাধ্যমিক দর্শন মিলের পরীক্ষণমূলক পদ্ধতি অধ্যায়ের সাজেশন ▪

1) মিলের সহ পরিবর্তন পদ্ধতি আলোচনা করো? সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা (দুটি), অসুবিধা (দুটি)

2) মিলের ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত,দুটি সুবিধা এবং দুটি অসুবিধা।

▪ উচ্চমাধ্যমিক দর্শন আরোহমূলক দোষ অধ্যায়ের সাজেশন ▪ 

টীকা লেখো : 

(i) সহকার্যকে কারণ অথবা কার্য হিসেবে গ্রহণ জনিত দোষ। 

(ii) বহু কারণবাদ 

টীকা লেখো :

(i) আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ।

(ii) অবৈধ সামান্যীকরণ দোষ।

(iii) কাকতালীয় দোষ।

(iv) অপর্যবেক্ষণ দোষ।


Tags : 2024 HS Philosophy 8 Marks Question Suggestion With PDF | উচ্চমাধ্যমিক দর্শন 8 মার্কের প্রশ্নের সাজেশন 2024 PDF | HS দর্শন সাজেশন pdf download | wbchse class 12 philosophy suggestion | উচ্চমাধ্যমিক ফিলোসফি সাজেশন 2024 | উচ্চমাধ্যমিক দর্শন বড়ো প্রশ্নের সাজেশন 2024
Contact Form

Contact Form